উত্তর আমেরিকাজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট নতুন নয়। যুক্তরাষ্ট্রেও একই কারণে ফ্লাইট বিলম্ব দেখা দিচ্ছে বলে জানিয়েছে এফএএ। কানাডার বিমান চলাচল ব্যবস্থায় চলমান এই সংকট দ্রুত না কাটলে যাত্রী ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারে বৃহত্তর ফিলিপিনো অভিবাসী বা ইমিগ্রান্ট সম্প্রদায় আয়োজিত অন্যতম একটি উৎসব হলো লাপু লাপু l স্প্যানিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করা একজন আদিবাসী নেতার স্মরণে বার্ষিক এই 'উৎসব উদ্যাপিত হয় l